নহিমিয় 13:23 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 সেই দিন আমি এও দেখলাম যে, যিহূদার কোনো কোনো লোক অস্দোদীয়া, অম্মোনীয়া ও মোয়াবীয়া মেয়েদের বিয়ে করেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 আবার সেই সময়ে আমি দেখলাম, ইহুদীদের কেউ কেউ অস্দোদীয়া, অম্মোনীয়া ও মোয়াবীয়া স্ত্রী গ্রহণ করেছে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 সেই সময় আমি এও দেখলাম যে, যিহূদার কোনও কোনও লোক অস্দোদ, অম্মোন ও মোয়াবের মেয়েদের বিয়ে করছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 উপরন্তু আমি দেখলাম যিহুদীয়ার লোকেরা অসদোদ, আম্মোন আর মোয়াবের নারীদের বিবাহ করছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 আবার সেই সময়ে আমি দেখিলাম, যিহূদিগণের কেহ কেহ অস্দোদীয়া, অম্মোনীয়া ও মোয়াবীয়া স্ত্রী গ্রহণ করিয়াছে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 সে সময়ে আমি লক্ষ্য করি, কিছু যিহূদা ব্যক্তি অস্দোদ, অম্মোন ও মোয়াবের মেয়েদের বিয়ে করেছে। অধ্যায় দেখুন |