নহিমিয় 12:25 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 মত্তনিয়, বক্বুকিয়, ওবদিয়, মশূল্লম, টল্মোন ও অক্কুব ছিল রক্ষী। এরা দরজার কাছের ভান্ডার ঘরগুলো পাহারা দিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 মত্তনিয় ও বক্বুকিয়, ওবদিয়, মশুল্লম, টল্মোন ও অক্কুব দ্বারপাল হয়ে দ্বারগুলোর নিকটবর্তী ভাণ্ডারগুলোর প্রহরি-কর্ম করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 মত্তনিয়, বক্বুকিয়, ওবদিয়, মশুল্লম, টল্মোন ও অক্কূব দারোয়ান হয়ে দ্বার সকলের কাছে যে সকল ভাণ্ডার ছিল সেগুলি পাহারা দিত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 মত্তনিয়, বক্বুকিয়, ওবদিয়, মশুল্লম, টলমোন এবং অক্কুব দ্বারপাল ছিলেন। তাঁরা ভাণ্ডার আর মন্দিরের দ্বারগুলি পাহারা দিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 মত্তনিয় ও বক্বুকিয়, ওবদিয়, মশুল্লম, টল্মোন, ও অক্কুব দ্বারপাল হইয়া দ্বারসমূহের নিকটবর্ত্তী ভাণ্ডার সকলের প্রহরি কর্ম্ম করিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 মত্তনিয়, বক্বুকিয়, ওবদিয়, মশুল্লম, টল্মোন ও অক্কুব দরজার পাশের ভাঁড়ার ঘরগুলি পাহারা দিত। অধ্যায় দেখুন |
আর তিনি তাঁর বাবা দায়ূদের নির্ধারিত যাজকদের সেবা কাজের জন্য তাদের দিন সূচি নির্দিষ্ট করে দিলেন এবং প্রতিদিনের নিয়ম অনুসারে প্রশংসা ও যাজকদের সামনে পরিচর্য্যা করতে লেবীয়দেরকে নিজেদের কাজে নিযুক্ত করলেন। আর তিনি পালা অনুসারে প্রত্যেকটি দরজা দারোয়ানদের নিযুক্ত করলেন, কারণ ঈশ্বরের লোক দায়ূদ সেই রকম আদেশ দিয়েছিলেন।