নহিমিয় 12:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 যোয়াকীমের দিনের যাজক বংশগুলোর মধ্যে যাঁরা প্রধান ছিলেন তাঁরা হলেন সরায়ের বংশের মরায়, যিরমিয়ের বংশের হনানিয়, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 যোয়াকীমের সময়ে এরা পিতৃকুলপতি ইমাম ছিল। সরায়ের কুলে মরায়, ইয়ারমিয়ার কুলে হনানিয়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 যোয়াকীমের সময়ে যাজকদের পরিবারের মধ্যে এরা প্রধান ছিলেন: সরায়ের পরিবারে মরায়; যিরমিয়ের পরিবারে হনানিয়; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 যোয়াকীমের সময়ে যাঁরা পুরোহিতের পরিবারবর্গের প্রধান ছিলেন, তাঁদের নাম–সরায়ের বংশে মরায়, যিরমিয়ের পরিবারে হনানিয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 যোয়াকীমের সময়ে ইহারা পিতৃকুলপতি যাজক ছিল। সরায়ের কুলে মরায়, যিরমিয়ের কুলে হনানিয়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 যোয়াকীমের সময় যাজক পরিবারের নেতা ছিলেন নিম্নলিখিত ব্যক্তিরা: সরায় পরিবারের নেতা ছিলেন মরায়। যিরমিয় পরিবারের নেতা ছিলেন হনানিয়। অধ্যায় দেখুন |