Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 11:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 হৎসর শুয়ালে, বের-শেবাতে ও তার আশেপাশের গ্রামগুলো,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 হৎসর-শুয়ালে, বের-শেবাতে ও তার উপনগরগুলোতে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 হৎসর-শূয়ালে, বের-শেবাতে ও তার উপনগরগুলিতে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 এবং হৎশর-শুয়েল, বেরশেবা ও তার গ্রামগুলিতেও বাস করত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 মোলাদাতে, বৈৎপেলটে, হৎসর-শুয়ালে, বের্‌-শেবাতে ও তাহার উপনগরসমূহে,

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 11:27
9 ক্রস রেফারেন্স  

পরে ইস্রায়েলীয়রা সবাই বাইরে এল, দান (অঞ্চল) থেকে বের-শেবা পর্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মানুষের মতো মিস্‌পাতে সদাপ্রভুর কাছে সমবেত হল।


হৎসর-শূয়াল, বালা, এৎসম,


হৎসর-শূয়াল, বের-শেবা, বিষিয়োথিয়া,


তিনি তার নাম শিবিয়া [দিব্যি] রাখলেন, এই জন্য আজ পর্যন্ত সেই নগরের নাম বের-শেবা রয়েছে।


এজন্য তিনি সে জায়গার নাম বের-শেবা [শপথের কুয়ো] রাখলেন, কারণ সেই জায়গায় তাঁরা উভয়ে শপথ করলেন।


পরে অব্রাহাম ভোরবেলায় উঠে রুটি ও জলের থলি নিয়ে হাগারের কাঁধে দিয়ে ছেলেটিকে সমর্পণ করে তাকে বিদায় করলেন। তাতে সে চলে গিয়ে বের-শেবা মরুপ্রান্তে ঘুরে বেড়াল।


আর যেশূয়তে, মোলাদাতে, বৈৎ-পেলটে,


সিক্লগে, মকোনাতে ও তার আশেপাশের গ্রামগুলো,


শিমিয়োন গোষ্ঠীর লোকেরা বের-শেবাতে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন