Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 10:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 মীখা, রহোব, হশবিয়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 মীখা, রহোব, হশবিয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 মীখা, রাহব, হশবিয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 হোদিয়, কলীট, পলায় হানন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 মীখা, রহোব, হশবিয়,

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 10:11
8 ক্রস রেফারেন্স  

লেবীয়দের নেতা হশবিয়, শেরেবিয়, কদ্‌মীয়েলের ছেলে যেশূয় ও তাঁদের বংশের লোকেরা ঈশ্বরের লোক দায়ূদের কথামতই অন্য দলের মুখোমুখি দাঁড়িয়ে দলের পর দল ঈশ্বরের প্রশংসা করতেন ও ধন্যবাদ দিতেন।


যিরূশালেমে লেবীয়দের প্রধান কর্মচারী ছিলেন বানির ছেলে উষি। বানির হশবিয়ের ছেলে, হশবিয় মত্তনীয়ের ছেলে, মত্তনীয় মীখার ছেলে ও মীখা আসফের বংশের গায়ক হিসাবে ঈশ্বরের ঘরে সেবা কাজ করতেন।


আর লেবীয়দের মধ্য থেকে হশূবের ছেলে শিময়িয়; সেই হশূব অস্রীকামের ছেলে, অস্রীকাম হশবিয়ের ছেলে, হশবিয় বুন্নির ছেলে।


পরে আমি যাজকদের মধ্যে বারো জন প্রধানকে, অর্থাৎ শেরেবিয়কে, হশবিয়কে ও তাদের সঙ্গে তাদের দশ জন ভাইকে আলাদা করলাম;


আর হশবিয়কে ও তার সঙ্গে মরারির সন্তানদের মধ্যে যিশায়াহকে, তার ভাইয়েরা ও ছেলেরা কুড়ি জনকে আনলো৷


মফীবোশতের মীখা নামে একটি ছোট ছেলে ছিল৷ আর সীবের ঘরে বাসকারী সব লোক মফীবোশতের দাস ছিল৷


এবং তাঁদের সহকর্মী শবনিয়, হোদিয়, কলীট, পলায়, হানন,


সক্কূর, শেরেবিয়, শবনিয়,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন