দ্বিতীয় বিবরণ 9:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 তোমার দাসদেরকে, অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে মনে কর; এই লোকদের একগুঁয়েমিতার, দুষ্টতার ও পাপের প্রতি দেখ না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 তোমার গোলাম ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবকে স্মরণ কর; এই লোকদের কঠিনতার, নাফরমানীর ও গুনাহ্র প্রতি দৃষ্টিপাত করো না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 তোমার দাস অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে স্মরণ করো। এই লোকদের একগুঁয়েমি, দুষ্টতা এবং পাপের দিকে চেয়ে দেখো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 তোমার দাস অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কথা স্মরণ কর। এই লোকদের উদ্ধত স্বভাব, খলতা ও পাপ তুমি গণ্য করো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 তোমার দাসগণকে, অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে স্মরণ কর; এই লোকদের কঠিনতার, দুষ্টতার ও পাপের প্রতি দৃষ্টিপাত করিও না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 তোমার সেবক অব্রাহাম, ইস্হাক এবং যাকোবের কাছে তোমার প্রতিজ্ঞার কথা মনে কর। এই লোকদের একগুঁয়েমি, তাদের মন্দ পথ এবং পাপের দিকে দেখো না। অধ্যায় দেখুন |