Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 5:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 কারণ ছয় দিন পরিশ্রম কোরো এবং নিজের সব কাজ কোরো;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 ছয় দিন পরিশ্রম করো, তোমার সমস্ত কাজ করো;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 ছয় দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 তুমি ছয়দিন শ্রম করবে, নিজের সমস্ত কাজ করবে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 ছয় দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য্য করিও;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 কর্মস্থানে তোমরা সপ্তাহে ছয়দিন কাজ করবে।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 5:13
10 ক্রস রেফারেন্স  

আর আমিই যে তাদের পবিত্রকারী সদাপ্রভু, এটা জানাবার জন্য আমার ও তাদের মধ্যে চিহ্নের মতো আমার বিশ্রামদিন সবও তাদেরকে দিলাম।


পরে ফিরে গিয়ে সুগন্ধি দ্রব্য ও তেল প্রস্তুত করলেন। তখন তাঁরা ঈশ্বরের আদেশ অনুযায়ী বিশ্রামবারে বিশ্রাম নিলেন।


তুমি ছয় দিন ধরে নিজের কাজ কোরো, কিন্তু সপ্তম দিনের তুমি অবশ্যই বিশ্রাম কোরো; যেন তোমার গরু ও গাধা বিশ্রাম পায় এবং তোমার দাসীর ছেলে ও বিদেশীরা বিশ্রাম নিতে পারে ও প্রাণ জুড়াতে পারে।


ছদিন কাজ কোরো, নিজের সমস্ত কাজ কোরো;


তুমি ছয়দিন পরিশ্রম করবে, কিন্তু সপ্তম দিনের বিশ্রাম করবে; চাষের ও ফসল কাটার দিনের ও বিশ্রাম করবে।


ছয় দিন কাজ করতে হবে, কিন্তু সপ্তম দিনের বিশ্রামের জন্য বিশ্রামপর্ব, পবিত্র সভা হবে, তোমরা কোন কাজ করবে না; সে দিন তোমাদের সব গৃহে সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামদিন।


তোমার ঈশ্বর সদাপ্রভু আদেশ করেছেন তেমন বিশ্রামদিন পালন করে পবিত্র কোরো।


কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর জন্য বিশ্রামদিন; এই দিনের তুমি কোনো কাজ কর না, না তুমি, না তোমার ছেলে, না তোমার মেয়ে, না তোমার দাস দাসী, না তোমার গরু, না গাধা, না অন্য কোনো পশু, না তোমার ফটকের মাঝখানের বিদেশী, কেউ কোনো কাজ কর না; তোমার দাস ও তোমার দাসী যেন তোমার মতো বিশ্রাম পায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন