দ্বিতীয় বিবরণ 4:47 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী47 এবং তাঁর ও বাশনের রাজা ওগের দেশ, যর্দ্দনের পূর্ব পারে ইমোরীয়দের এই দুই রাজার দেশ, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস47 এবং তাঁর ও বাশনের বাদশাহ্ উজের দেশ, জর্ডানের পূর্বপারে সূর্যোদয়ের দিকে আমোরীয়দের এই দুই বাদশাহ্র দেশ, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ47 তারা জর্ডনের পূর্বদিকের দুজন ইমোরীয় রাজা এবং বাশনের রাজা ওগের দেশ অধিকার করেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)47 এবং তাঁর ও বাশানের রাজা ওগের রাজ্য, জর্ডনের পূর্বতীরবর্তী এই দুই ইমোরী রাজার রাজ্য, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)47 এবং তাঁহার ও বাশনের রাজা ওগের দেশ, যর্দ্দনের পূর্ব্বপারে সূর্য্যোদয়ের দিকে ইমোরীয়দের এই দুই রাজার দেশ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল47 তারা সীহোন অধিকার করেছিলেন। এছাড়াও তারা বাশনের রাজা ওগের দেশ নিয়েছিলেন। এই দুজন ইমোরীয় রাজা যর্দন নদীর পূর্বদিকে বাস করতেন। অধ্যায় দেখুন |