দ্বিতীয় বিবরণ 34:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 আর তিনি মোয়াব দেশে বৈৎ-পিয়োরের সামনে অবস্থিত উপত্যকাতে তাঁকে কবর দিলেন; কিন্তু তাঁর কবরস্থান আজও কেউ জানে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর মাবুদ মোয়াব দেশে বৈৎ-পিয়োরের সম্মুখস্থ উপত্যকাতে তাঁকে কবর দিলেন; কিন্তু তাঁর কবরস্থান কোথায় আজও কেউ জানে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 মোয়াব দেশের বেথ-পিয়োরের সামনের উপত্যকাতে সদাপ্রভুই তাঁকে কবর দিলেন, কিন্তু তাঁর কবরটি যে কোথায় তা আজ পর্যন্ত কেউ জানে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সেখানে বেথ-পিয়োরের সম্মুখস্থ উপত্যকায় তাঁর সমাধি হল। আজ পর্যন্ত তাঁর সমাধিস্থান কোথায় তা কেউ জানে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর তিনি মোয়াব দেশে বৈৎপিয়োরের সম্মুখস্থ উপত্যকাতে তাঁহাকে কবর দিলেন; কিন্তু তাঁহার কবরস্থান অদ্যাপি কেহ জানে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 প্রভু মোশিকে মোয়াব দেশে কবর দিলেন। এটি ছিল বৈৎপিয়োরের সামনের উপত্যকা। কিন্তু আজও লোক জানে না মোশির কবরটা ঠিক কোথায় রয়েছে। অধ্যায় দেখুন |