Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 33:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 রূবেণ বেঁচে থাকুক, তাঁর মৃত্যু না হোক, তাছাড়া তার লোক অল্পসংখ্যক হোক।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 রূবেণ বেঁচে থাকুক, তার মৃত্যু না হোক, তবুও তার লোক অল্পসংখ্যক হোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 “রূবেণ যেন বেঁচে থাকে ও না মরে, তার লোকসংখ্যা যেন কম না হয়।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 মোশি বললেনঃ বেঁচে থাক রূবেণ, সংখ্যায় অল্প হলেও তার বংশ যেন লোপ না পায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 রূবেণ বাঁচিয়া থাকুক, তাহার মৃত্যু না হউক, তথাপি তাহার লোক অল্পসংখ্যক হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 “রূবেণ বেঁচে থাকুক, মারা না যাক। কিন্তু তার পরিবারগোষ্ঠীর লোকসংখ্যা অল্প হোক্!”

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 33:6
7 ক্রস রেফারেন্স  

যিহূদা, তোমার ভায়েরা তোমারই স্তব করবে; তোমার হাত তোমার শত্রুদের ঘাড় ধরবে; তোমার বাবার ছেলেরা তোমার সামনে নত হবে।


আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হবে, তাদের নাম হল রূবেণের পক্ষে শদেয়ূরের ছেলে ইলীষূর।


সেই দেশে ইস্রায়েলের বসবাসের দিনের রুবেন গিয়ে নিজের বাবার বিলহা নামে উপপত্নীর সঙ্গে শয়ন করল এবং ইস্রায়েল তা শুনতে পেলেন।


লেয়ার ছেলে; যাকোবের বড় ছেলে রুবেন এবং শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর ও সবূলূন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন