দ্বিতীয় বিবরণ 33:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 পৃথিবীর মূল্যবান জিনিস ও প্রাচুর্য্যতার মাধ্যমে; আর যিনি ঝোপবাসী, তার ভালো হোক; সেই আশীর্বাদ আসুক যোষেফের মাথায় এবং তার মাথার ওপরে যে তার ভাইদের ওপরে রাজত্ব করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 দুনিয়ার উত্তম উত্তম দ্রব্য ও তৎপূর্ণতা দ্বারা; আর যিনি ঝোপবাসী, তাঁর সন্তোষ হোক; সেই দোয়া অর্পিত হোক ইউসুফের মাথায়; ভাইদের মধ্যে যে মহৎ তারই মাথার তালুতে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 পৃথিবীর ভালো ভালো জিনিস দিয়ে আর জ্বলন্ত ঝোপে যিনি ছিলেন তাঁর দয়া দিয়ে। যোষেফের মাথায় এসব আশীর্বাদ ঝরে পড়ুক, ভাইদের মধ্যে যে রাজকুমার তার মাথার তালুতে পড়ুক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 পৃথিবীর উত্তম দ্রব্যসামগ্রী ও তার প্রাচুর্যের দ্বারা, জ্বলন্ত গুল্মের অন্তরালে থাকেন যিনি তাঁরই অনুগ্রহের দ্বারা। এই সমস্ত আশিস্ বর্ষিত হোক যোষেফের শিরে, ভ্রাতাদের মধ্যে যে ছিল শ্রেষ্ঠ, নেতৃস্থানীয় তারই ললাটে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 পৃথিবীর উত্তম উত্তম দ্রব্য ও তৎপূর্ণতা দ্বারা; আর যিনি ঝোপবাসী, তাঁহার সন্তোষ হউক; সেই আশীর্ব্বাদ বর্ত্তুক যোষেফের মস্তকে; ভ্রাতৃগণ হইতে পৃথক্কৃতের মস্তকের তালুতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 পৃথিবী যেন তার উৎকৃষ্ট বিষয়গুলি যোষেফকে দেয়। যোষেফকে তার ভাইদের থেকে আলাদা করা হয়েছিল। তাই জ্বলন্ত ঝোপের প্রভু তাঁর উৎকৃষ্ট বিষয় সকল যোষেফকে দিন। অধ্যায় দেখুন |