দ্বিতীয় বিবরণ 32:34 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 এটা কি আমার কাছে সঞ্চয় করে রাখা না? আমার অর্থভান্ডার সীলমোহরের মাধ্যমে রক্ষিত না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 এই কি আমার কাছে সঞ্চিত নয়? আমার ধনাগারে মুদ্রাঙ্ক দ্বারা রক্ষিত নয়? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 “আমি কি এটি সঞ্চয় করে রাখিনি এবং আমার ভাণ্ডার ঘরে সিলমোহর দিইনি? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 এ সবই রয়েছে সঞ্চিত আমার কাছে, সংরক্ষিত আমার ভাণ্ডারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 ইহা কি আমার কাছে সঞ্চিত নহে? আমার ধনাগারে মুদ্রাঙ্ক দ্বারা রক্ষিত নহে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 “প্রভু বলেন, ‘আমি সেই শাস্তি সঞ্চয় করে রাখছি। আমি তা আমার ভাণ্ডারে বন্ধ করে রেখেছি! অধ্যায় দেখুন |