দ্বিতীয় বিবরণ 32:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 আমি বললাম, তাদেরকে উড়িয়ে দেব, মানুষদের মধ্যে থেকে তাদের স্মৃতি মুছে দেব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 আমি বললাম, তাদেরকে উড়িয়ে দেব, মানবজাতি মধ্য থেকে তাদের স্মৃতি মুছে ফেলবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 আমি বলেছিলাম আমি তাদের ছড়িয়ে দেব এবং মানুষের স্মৃতি থেকে তাদের নাম মুছে দেব, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 আমি সঙ্কল্প করেছিলাম, ওদের নিপাত করব, মুছে দেব তাদের নাম মানব সমাজ থেকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 আমি বলিলাম, তাহাদিগকে উড়াইয়া দিব, মনুষ্যদের মধ্য হইতে তাহাদের স্মৃতি লোপ করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 “‘আমি ইস্রায়েলীয়দের ধ্বংস করার কথা ভেবেছিলাম, যাতে লোক তাদের কথা একদম ভুলে যায়! অধ্যায় দেখুন |