দ্বিতীয় বিবরণ 32:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তারা বলিদান করল ভূতদের উদ্দেশ্যে, যারা ঈশ্বর নয়, দেবতাদের উদ্দেশ্যে, যাদেরকে তারা জানত না, বর্তমান দেবতাদের উদ্দেশ্যে, যাদেরকে তোমাদের পূর্ব পুরুষরা ভয় করত না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তারা কোরবানী করলো ভূতদের উদ্দেশে, যারা আল্লাহ্ নয়, দেবতাদের উদ্দেশে, যাদেরকে তারা জানত না, নতুন, নবজাত দেবতাদের উদ্দেশে, যাদেরকে তোমাদের পিতৃগণ ভয় করতো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তারা মিথ্যা দেবতাদের কাছে বলিদান করেছে, যারা ঈশ্বর নয়, যে দেবতাদের তারা জানত না, যে দেবতারা কিছুদিন আগে সম্প্রতি হাজির হয়েছে, যে দেবতাদের তোমাদের পূর্বপুরুষেরা ভয় করত না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তারা বলি উৎসর্গ করল অলীক অসার অপদেবতাদের উদ্দেশে, এমন দেবতাদের উদ্দেশে যাদের তারা জানত না, নবলব্ধ সেই দেবতাদের উদ্দেশে তোমাদের পিতৃপুরুষেরা যাদের করে নি মান্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তাহারা বলিদান করিল ভূতগণের উদ্দেশে, যাহারা ঈশ্বর নয়, দেবগণের উদ্দেশে, যাহাদিগকে তাহারা জানিত না, নূতন, নবজাত দেবগণের উদ্দেশে, যাহাদিগকে তোমাদের পিতৃগণ ভয় করিত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 তারা ভূতদের উদ্দেশ্যে বলিদান উৎসর্গ করল, যারা ঈশ্বর ছিল না। ঐ দেবতারা ছিল নতুন, যাদের তারা জানত না। ঐ সব নতুন দেবতাদের তাদের পূর্বপুরুষরাও জানত না। অধ্যায় দেখুন |