দ্বিতীয় বিবরণ 3:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 আর গিলিয়দ থেকে অর্ণোন উপত্যকা পর্যন্ত, উপত্যকার মাঝখান ও তার সীমানা এবং অম্মোন বংশধরদের সীমা যব্বোক নদী পর্যন্ত; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর গিলিয়দ থেকে অর্ণোন উপত্যকা পর্যন্ত, উপত্যকার মধ্যস্থান ও তৎপরিসীমা এবং অম্মোনীয়দের সীমা যব্বোক নদী পর্যন্ত; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 কিন্তু গিলিয়দ থেকে অর্ণোন উপত্যকার (মাঝখানের সীমারেখাটি পর্যন্ত) সমস্ত এলাকা এবং সেখান থেকে অম্মোনীয়দের সীমানা যব্বোক নদী পর্যন্ত আমি রূবেণীয়দের ও গাদীয়দের দিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 আর গিলিয়দ থেকে আর্ণোন উপত্যকা, উপত্যকার মাঝ বরাবর আম্মোনীদের সীমান্ত যাব্বোক নদী পর্যন্ত এলাকা আমি রূবেণ ও গাদ গোষ্ঠীকে দিলাম, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর গিলিয়দ হইতে অর্ণোন উপত্যকা পর্য্যন্ত, উপত্যকার মধ্যস্থান ও তৎপরিসীমা, এবং অম্মোন-সন্তানগণের সীমা যব্বোক নদী পর্য্যন্ত; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 এবং রূবেণের পরিবারগোষ্ঠীকে এবং গাদ-এর পরিবারগোষ্ঠীকে আমি সেই দেশ প্রদান করেছিলাম, যেটি গিলিয়দে শুরু হয়েছে। এই দেশটি অর্ণোন উপত্যকা থেকে যব্বোক নদী পর্যন্ত বিস্তৃত। উপত্যকাটির মধ্যাঞ্চল হল একটি সীমানা। যব্বোক নদীটি হল অম্মোনীয় লোকদের সীমানা। অধ্যায় দেখুন |