দ্বিতীয় বিবরণ 29:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 আর তোমরা যখন এই জায়গায় উপস্থিত হলে, তখন হিষ্বোনের রাজা সীহোন ও বাশনের রাজা ওগ আমাদের সঙ্গে যুদ্ধ করতে বের হলে আমরা তাদেরকে আঘাত করলাম; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর তোমরা যখন এই স্থানে উপস্থিত হলে, তখন হিষ্বোনের বাদশাহ্ সীহোন ও বাশনের বাদশাহ্ উজ আমাদের সঙ্গে যুদ্ধ করতে বের হলে আমরা তাঁদেরকে আঘাত করলাম; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তোমরা এই জায়গায় পৌঁছানোর পর, হিষ্বোনের রাজা সীহোন ও বাশনের রাজা ওগ আমাদের সঙ্গে যুদ্ধ করবার জন্য বের হয়ে এসেছিল, কিন্তু আমরা তাদের হারিয়ে দিয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তোমরা এখানে আসার পর হিষবোণের রাজা সিহোন ও বাশানের রাজা ওগ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল কিন্তু আমরা তাদের পরাস্ত করেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর তোমরা যখন এই স্থানে উপস্থিত হইলে, তখন হিষ্বোনের রাজা সীহোন ও বাশনের রাজা ওগ আমাদের সহিত যুদ্ধ করিতে বাহির হইলে আমরা তাঁহাদিগকে আঘাত করিলাম; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 “তোমরা এই স্থানে আসার পরে হিষ্বোনের রাজা সীহোন ও বাশনের রাজা ওগ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এলো। কিন্তু আমরা তাদের হারিয়ে দিলাম। অধ্যায় দেখুন |