দ্বিতীয় বিবরণ 28:42 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী42 পঙ্গপাল তোমার সব গাছ ও ভূমির ফল অধিকার করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস42 পঙ্গপাল তোমার সমস্ত গাছ ও ভূমির ফল অধিকার করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ42 ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল তোমাদের দেশের সমস্ত গাছ ও ফসল অধিকার করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)42 তোমাদের গাছপালা ও ক্ষেতের ফসল সবই পঙ্গপালের গ্রাসে যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)42 পঙ্গপাল তোমার সমস্ত বৃক্ষ ও ভূমির ফল অধিকার করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল42 পঙ্গপাল তোমাদের সমস্ত গাছ ও ক্ষেতের শস্য ধ্বংস করে দেবে। অধ্যায় দেখুন |