দ্বিতীয় বিবরণ 28:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তোমার (ফলের) ঝুড়ি ও তোমার আটার কাঠের থালা শাপগ্রস্ত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তোমার টুক্রী ও তোমার ময়দা মাখবার পাত্র বদদোয়াগ্রস্ত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তোমাদের ঝুড়ি এবং ময়দা মাখার পাত্র অভিশপ্ত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তোমাদের ঝুড়ি ও ময়দা মাখার পাত্র হবে অভিশপ্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠুয়া শাপগ্রস্ত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 প্রভু তোমাদের ঝুড়ি ও পাত্র শাপগ্রস্ত করবেন এবং সেগুলোর মধ্যে কোন খাদ্য থাকবে না। অধ্যায় দেখুন |