দ্বিতীয় বিবরণ 25:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 তোমার দুর্বলতার ও ক্লান্তির দিনের সে কিভাবে তোমার সঙ্গে রাস্তায় মিলে তোমার পিছনের দুর্বল লোক সবাইকে আক্রমণ করল; আর সে ঈশ্বরকে ভয় করল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তোমরা যখন শ্রান্ত ও ক্লান্ত ছিলে তখন সে কিভাবে তোমার সঙ্গে পথে মিলে তোমার পিছনের দুর্বল লোকদেরকে আক্রমণ করলো; আর সে আল্লাহ্কে ভয় করলো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তোমাদের শ্রান্ত-ক্লান্ত অবস্থায় যারা পিছনে পড়েছিল তারা তাদের উপর আক্রমণ করেছিল; তারা ঈশ্বরকে ভয় করেনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 পথে তোমরা যখন শ্রান্ত ও ক্লান্ত ছিলে তখন তারা পিছন থেকে অবসন্ন ও পিছিয়ে পড়া লোকদের উপর আক্রমণ করেছিল। ঈশ্বরকে তারা ভয় করে নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তোমার শ্রান্তি ও ক্লান্তির সময়ে সে কি প্রকারে তোমার সহিত পথে মিলিয়া তোমার পশ্চাদ্বর্ত্তী দুর্ব্বল লোক সকলকে আক্রমণ করিল; আর সে ঈশ্বরকে ভয় করিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তোমরা যখন ক্লান্ত ও দুর্বল সেই সময় তারা তোমাদের আক্রমণ করল। তোমাদের মধ্যে যারা পিছিয়ে পড়ে আস্তে আস্তে হাঁটছিল তাদের সকলকে তারা হত্যা করেছিল। অমালেকীয়রা ঈশ্বরকে সম্মান করে নি। অধ্যায় দেখুন |