দ্বিতীয় বিবরণ 24:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 যখন তোমার আঙ্গুর ক্ষেতের আঙ্গুর ফল জড়ো কর, তখন জড়ো করার পরে আবার কুড়িয় না; তা বিদেশীর, পিতৃহীনের ও বিধবার জন্য থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 যখন তোমার আঙ্গুর-ক্ষেতের আঙ্গুর ফল চয়ন কর, তখন চয়নের পরে আবার কুড়াবে না; তা বিদেশী, এতিম ও বিধবার জন্য থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তোমাদের আঙুর ক্ষেত থেকে আঙুর তুলবার সময় তোমরা এক ডাল থেকে দ্বিতীয়বার আঙুর তুলতে যাবে না। যা থেকে যাবে তা বিদেশির, পিতৃহীনের এবং বিধবার জন্য সেটি রেখে দেবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 দ্রাক্ষাকুঞ্জ থেকে আঙুর সংগ্রহ করার সময় দ্বিতীয়বার তুমি আঙুর কুড়াবে না। বিদেশী, পিতৃহীন ও বিধবাদের জন্য ছেড়ে রেখ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 যখন তোমার দ্রাক্ষাক্ষেত্রের দ্রাক্ষাফল চয়ন কর, তখন চয়নের পরে আবার কুড়াইও না; তাহা বিদেশীর, পিতৃহীনের ও বিধবার জন্য থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তুমি যখন দ্রাক্ষা ক্ষেতের দ্রাক্ষা সংগ্রহ কর তখন পড়ে থাকা দ্রাক্ষা আবার কুড়াবার জন্য যেও না। সেই দ্রাক্ষাগুলো বিদেশী, পিতৃহীন এবং বিধবাদের জন্য রাখ। অধ্যায় দেখুন |