দ্বিতীয় বিবরণ 23:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 তুমি সুদের জন্য, রূপার সুদ, খাবারের সুদ, কোনো জিনিসের সুদ পাবার জন্য, নিজের ভাইকে ঋণ দেবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 তুমি সুদের জন্য, রূপার সুদ, খাদ্য সামগ্রীর সুদ, কোন দ্রব্যের সুদ পাবার জন্য, তোমার ভাইকে ঋণ দেবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 কোনও ইস্রায়েলী ভাইয়ের কাছ থেকে সুদ নেবে না, সেটি অর্থ কিংবা খাবার কিংবা অন্য কিছুর উপর হোক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তোমার স্বজাতীয় ভাইকে টাকাপয়সা, খাদ্যশস্য কিংবা অন্য কিছু ধার দিয়ে সুদ আদায় করবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 তুমি সুদের জন্য, রৌপ্যের সুদ, খাদ্য সামগ্রীর সুদ, কোন দ্রব্যের সুদ পাইবার জন্য, আপন ভ্রাতাকে ঋণ দিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 “তুমি যখন কোন ইস্রায়েলীয়কে কিছু ধার দাও, তখন সুদ ধার্য্য কোরো না। টাকা, খাবার বা অন্য যা কিছুই সুদ আদায়ে সক্ষম তার উপরে তোমরা সুদ ধার্য্য করবে না। অধ্যায় দেখুন |