দ্বিতীয় বিবরণ 22:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 কিন্তু মেয়ের প্রতি তুমি কিছুই করবে না; সে মেয়েতে প্রাণদণ্ডের যোগ্য পাপ নেই; কারণ যেমন কোনো মানুষ নিজের প্রতিবেশীর বিরুদ্ধে উঠে তাকে প্রাণে হত্যা করে, এটাও সেরকম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 কিন্তু কন্যার প্রতি তুমি কিছুই করবে না; সে কন্যা প্রাণদণ্ডের যোগ্য কোন গুনাহ্ করে নি; ফলত যেমন কোন মানুষ তার প্রতিবেশীর বিরুদ্ধে উঠে তাকে প্রাণে খুন করে, এও সেরকম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 মেয়েটির প্রতি তোমরা কিছু করবে না; মৃত্যুর শাস্তি পাওয়ার মতো কোনও পাপ সে করেনি। এটি একজন তার প্রতিবেশীকে আক্রমণ করে মেরে ফেলবার মতোই, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 সেই যুবতীর প্রতি তোমরা কিছুই করবে না কারণ সে মৃত্যুদণ্ডের যোগ্য কোন অপরাধ করে নি। কোন ব্যক্তি তার প্রতিবেশীকে আক্রমণ করে হত্যা করলে যা হয় এই ব্যাপারও ঠিক তেমনই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 কিন্তু কন্যার প্রতি তুমি কিছুই করিবে না; সে কন্যাতে প্রাণদণ্ডের যোগ্য পাপ নাই; ফলতঃ যেমন কোন মনুষ্য আপন প্রতিবাসীর বিরুদ্ধে উঠিয়া তাহাকে প্রাণে বধ করে, ইহাও তদ্রূপ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 তোমরা অবশ্যই সেই মেয়েটির প্রতি কিছু করবে না। সে মৃত্যুর যোগ্য এমন কোন অপরাধ করে নি। এই ঘটনা প্রতিবেশীর বিরুদ্ধে উঠে তাকে হত্যা করার মতো। অধ্যায় দেখুন |