দ্বিতীয় বিবরণ 2:29 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 সেয়ীর নিবাসী এষৌ বংশধরেরা ও আর্ নিবাসী মোয়াবীয়েরাও আমার প্রতি সেরকম করেছে। যতক্ষণ না আমি যর্দ্দনের ওপর দিয়ে সেই দেশে গেলাম যা সদাপ্রভু আমাদেরকে দিচ্ছেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 সেয়ীর-নিবাসী ইসের বংশধরেরা ও আর্-নিবাসী মোয়াবীয়েরাও আমার প্রতি সেরকম করেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 যেমন সেয়ীরে বসবাসকারী এষৌর বংশধরেরা এবং আর্-এ মোয়াবীয়েরা আমাদের প্রতি করেছিল—যতক্ষণ না আমরা জর্ডন পার হয়ে সেই দেশে যাই যে দেশ আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের দিচ্ছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 সেয়ীর নিবাসী এষৌর বংশধরগণ এবং আর্ নিবাসী মোয়াবী জাতির লোকেরা আমাদের এই অনুমতি দিয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 সেয়ীর-নিবাসী এষৌ-সন্তানগণ ও আর্-নিবাসী মোয়াবীয়েরাও আমার প্রতি সেইরূপ করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 প্রভু, আমাদের ঈশ্বর যে দেশ দিচ্ছেন, যর্দন নদী অতিক্রম করে সেই দেশে পৌঁছানো পর্যন্ত আমাদের আপনার দেশের মধ্য দিয়ে যেতে দিন। সেয়ীরে বসবাসকারী এষৌয় লোকরা এবং আর্-এ বসবাসকারী মোয়াবীয় লোকরা তাদের দেশের মধ্য দিয়ে আমাদের যেতে দিয়েছেন।’ অধ্যায় দেখুন |