দ্বিতীয় বিবরণ 14:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 জলচর সকলের মধ্যে এই সব তোমাদের খাবার; যাদের পাখনা ও আঁশ আছে, তাদেরকে খেতে পার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 পানিতে বাস করা প্রাণীদের মধ্যে এসব তোমাদের খাদ্য; যাদের ডানা ও আঁশ আছে, সেগুলোকে ভোজন করতে পার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 জলে বাস করা প্রাণীদের মধ্যে যেগুলির ডানা ও আঁশ আছে সেগুলি তোমরা খেতে পারবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 জলচর প্রাণীদের মধ্যে যেগুলির পাখ্না ও আঁশ আছে সেগুলি তোমরা খেতে পার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 জলচর সকলের মধ্যে এই সকল তোমাদের খাদ্য; যাহাদের ডেনা ও আঁইস আছে, তাহাদিগকে ভোজন করিতে পার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 “পাখনা এবং আঁশ আছে এরকম যে কোনো রকম মাছ তোমরা খেতে পারো। অধ্যায় দেখুন |