দ্বিতীয় বিবরণ 14:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 কিন্তু যাদের পাখনা ও আঁশ নেই, তাদেরকে খাবে না, তারা তোমাদের পক্ষে অশুচি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 কিন্তু যাদের ডানা ও আঁশ নেই, সেগুলোকে ভোজন করবে না, তারা তোমাদের পক্ষে নাপাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 কিন্তু যেগুলির ডানা ও আঁশ নেই সেগুলি তোমরা খেতে পারবে না; তোমাদের জন্য সেগুলি অশুচি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 কিন্তু যেগুলির পাখ্না ও আঁশ নেই সেগুলি তোমরা খাবে না, সেগুলি হবে তোমাদের কাছে অশুচি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 কিন্তু যাহাদের ডেনা ও আঁইস নাই, তাহাদিগকে ভোজন করিবে না, তাহারা তোমাদের পক্ষে অশুচি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 কিন্তু জলে বসবাসকারী জীবন্ত কোনো কিছু, যাদের পাখনা অথবা আঁশ নেই সেগুলো তোমরা খেও না। এগুলো তোমাদের পক্ষে শুচি খাদ্য নয়। অধ্যায় দেখুন |