দানিয়েল 8:20 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 তুমি দুই শিংয়ের যে ভেড়া দেখেছ, তা হল মাদীয় ও পারসীক রাজারা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তুমি দুই শিংবিশিষ্ট যে ভেড়া দেখলে, সে মাদীয় ও পারসীক বাদশাহ্। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 দুই শিংযুক্ত পুরুষ মেষ মাদীয় ও পারস্য রাজাদের প্রতীক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 দুই শিং বিশিষ্ট যে মেষটিকে দেখলে সেটি মিডিয়া ও পারস্য সাম্রাজ্যের প্রতীক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তুমি দুই শৃঙ্গবিশিষ্ট যে মেষ দেখিলে, সে মাদীয় ও পারসীক রাজা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 “তুমি দুটি শিং বিশিষ্ট একটি মেষ দেখেছো। ওই শিং দুটি হল মাদীয় ও পারসীক দেশের রাজ্যদ্বয়। অধ্যায় দেখুন |