দানিয়েল 7:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 সেই দশটা শিং হল, সেই দশটি রাজ্য থেকে দশ জন রাজা উঠবে এবং তাদের পরে আর একজন রাজা উঠবে। সে আগের থেকে অন্য রকম হবে এবং সে তিনজন রাজাকে জয় করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর তার দশটি শিং-এর তাৎপর্য; ঐ রাজ্য থেকে দশ জন বাদশাহ্ উৎপন্ন হবে। তাদের পরে আর এক জন উঠবে, সে পূর্ববর্তী বাদশাহ্দের থেকে ভিন্ন হবে এবং তিন বাদশাহ্কে নিপাত করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 সেই দশটি শিং হল দশ রাজা যারা এই রাজ্য থেকে আসবে। তাদের পর আরেকজন রাজা আসবে, যে আগের রাজাদের থেকে ভিন্ন হবে এবং সে তিন রাজাকে দমন করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 যে দশ নৃপতি এই রাজ্য শাসন করবে, এই দশটি শিং তাদেরই প্রতীক। পরে আরও একজন রাজা আসবে। এই সব রাজাদের থেকে সে হবে একেবারে অন্য ধরণের। তিনজন রাজাকে সে উৎখাত করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর তাহার দশ শৃঙ্গের তাৎপর্য্য; ঐ রাজ্য হইতে দশ রাজা উৎপন্ন হইবে। তাহাদের পরে আর এক জন উঠিবে, সে পূর্ব্ববর্ত্তী রাজাদের হইতে ভিন্ন হইবে, এবং তিন রাজাকে নিপাত করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 দশটি শিং হল দশ জন রাজা যারা আসবে। এদের পরে আর একজন রাজা আসবে যে আগেকার রাজাদের থেকে আলাদা হবে। সে অন্য তিন জন রাজাকে পরাস্ত করবে। অধ্যায় দেখুন |