দানিয়েল 6:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 ভোর হওয়ার সঙ্গে সঙ্গে রাজা উঠেই তাড়াতাড়ি সেই সিংহের গুহার দিকে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 পরে বাদশাহ্ খুব ভোরে উঠে তাড়াতাড়ি সিংহদের খাতের কাছে গেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 রাজা খুব ভোরে উঠলেন ও সিংহের গুহার দিকে ছুটে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 ভোর হতে না হতেই রাজা ছুটে গেলেন সিংহের খাদের কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 পরে রাজা অতি প্রত্যূষে উঠিয়া সত্বর সিংহদের খাতের কাছে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 পরদিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গেই তিনি গুহার কাছে ছুটে গেলেন। অধ্যায় দেখুন |