দানিয়েল 11:44 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী44 কিন্তু পূর্ব ও উত্তর দিক থেকে যে সংবাদ আসবে তাতে সে ভয় পাবে এবং সে ভীষণ রাগে ধ্বংস করার ও অনেককে মেরে ফেলার জন্য সে যাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস44 কিন্তু পূর্ব ও উত্তর দেশ থেকে আগত সংবাদ তাকে ভীষণ ভয় দেখাবে এবং সে অনেককে উচ্ছিন্ন ও নিঃশেষে বিনষ্ট করার জন্য মহাক্রোধে যাত্রা করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ44 কিন্তু পূর্ব ও উত্তর থেকে আগত সংবাদ তাকে আতঙ্কিত করে তুলবে এবং মহাক্রোধে সে অনেককে ধ্বংস ও বিনাশ করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)44 এরপর উত্তর ও পূর্বদেশ থেকে তার কাছে এক সংবাদ আসবে। সেই সংবাদে সে বিচলিত হয়ে উঠবে। ফলে সে ধ্বংসলীলায় মত্ত হয়ে চারিদিকে রক্তের স্রোত বইয়ে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)44 কিন্তু পূর্ব্ব ও উত্তর দেশ হইতে আগত সংবাদ তাহাকে বিহ্বল করিবে, এবং সে অনেককে উচ্ছিন্ন ও নিঃশেষে বিনষ্ট করণার্থে মহাক্রোধে যাত্রা করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল44 কিন্তু পূর্ব ও উত্তর দেশ থেকে আসা খবর শুনতে পেয়ে উত্তরের রাজা ভীত হয়ে পড়বে এবং সে রাগ করবে। সে অনেকগুলি দেশকে পুরোপুরি ধ্বংস করার উদ্দেশ্যে ক্রুদ্ধ হয়ে যাত্রা শুরু করবে। অধ্যায় দেখুন |