দানিয়েল 11:40 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী40 শেষ দিন দক্ষিণের রাজা তাকে আক্রমণ করবে৷ উত্তরের রাজা রথ, ঘোড়সওয়ার এবং অনেক জাহাজ নিয়ে তার দিকে ঝড়ের মত যাবে। সে অনেক দেশ আক্রমণ করবে এবং তাদের মধ্য দিয়ে বন্যার মত প্রবাহিত হয়ে তাদের নিশ্চিহ্ন করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 পরে শেষকালে দক্ষিণ দেশের বাদশাহ্ তাকে আক্রমণ করবে; আর উত্তর দেশের বাদশাহ্ রথ, ঘোড়সওয়ার ও অনেক জাহাজের সাথে ঘূর্ণিবাতাসের মত তার বিরুদ্ধে আসবে; এবং নানা দেশের মধ্যে প্রবেশ করবে ও উথলে উঠে বাড়তে থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 “শেষ সময়ে দক্ষিণের রাজা তাকে যুদ্ধে রত করবে এবং উত্তরের রাজা মহাবিক্রমে তার রথ, ঘোড়া ও নৌবাহিনী নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। সে অনেক দেশ আক্রমণ করবে ও জলস্রোতের মতো তাদের বিরুদ্ধে জয়লাভ করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 তার শেষ সময় ঘনিয়ে এলে মিশররাজ তাকে আক্রমণ করবে। সিরিয়ারাজ তার রথ, অশ্ব ও নৌবাহিনী সমেত বিপুল পরাক্রমে ঘূর্ণিঝড়ের মত ঝাঁপিয়ে পড়ে সেই আক্রমণ প্রতিহত করবে। উন্মত্ত ক্রোধে বন্যার বেগে ভাসিয়ে নিয়ে যাবে অন্যান্য দেশকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 পরে শেষকালে দক্ষিণ দেশের রাজা তাহাকে ঢুসাইবে; আর উত্তর দেশের রাজা রথের, অশ্বারোহীদের ও অনেক জাহাজের সহিত ঘূর্ণ্যবায়ুর ন্যায় তাহার বিরুদ্ধে আসিবে; এবং নানা দেশের মধ্যে প্রবেশ করিবে ও উথলিয়া উঠিয়া বাড়িতে থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 “অবশেষে দক্ষিণের রাজা উত্তরের রাজার বিরুদ্ধে যুদ্ধ করবে। উত্তরের রাজাই তাকে আক্রমণ করবে। উত্তরের রাজা রথসমূহ, অশ্বারোহী মানুষ এবং যুদ্ধ জাহাজসমূহ দিয়ে আক্রমণ করবে। উত্তরের রাজার সৈন্যরা বন্যার জলের মতো প্রবাহিত হবে। অধ্যায় দেখুন |