দানিয়েল 10:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 আমি তাকালাম এবং দেখতে পেলাম মসীনার কাপড় পরা ও কোমরে ঊফসের খাঁটি সোনার কোমর বাঁধনি দেওয়া একজন লোক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর দেখ, মসীনা-কাপড় পরা ও উফসের উত্তম সোনার কোমরবন্ধনী পরা এক ব্যক্তি; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 আমি চোখ তুলে দেখলাম যে আমার সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, যার পরনে ছিল লিনেন, তাঁর কোমরে ছিল উফসের খাঁটি সোনার কটিবন্ধ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এমন সময় হঠাৎ একজনকে দেখলাম। তাঁর পরণে ছিল সূতির কাপড়, কোমরে নিখাদ সোনার কটিবন্ধ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর দেখ, মসীনা-বস্ত্র পরিহিত ও ঊফসের উত্তম স্বর্ণে বদ্ধকটি এক ব্যক্তি; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 সেখানে দাঁড়ানোর সময় চোখ মেলে সামনে তাকাতেই দেখতে পেলাম ক্ষৌমবস্ত্র পরিহিত এবং কোমরে খাঁটি সোনার কোমর বন্ধনী পরিহিত একজন ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। অধ্যায় দেখুন |