গীত 98:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 তূরী ও শিঙার আওয়াজের সঙ্গে রাজা সদাপ্রভুুর সামনে আনন্দময় শব্দ কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তূরী ও ভেরিবাদ্য সহকারে বাদশাহ্ মাবুদের সম্মুখে জয়ধ্বনি কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তূরীধ্বনির শব্দে এবং শিঙার সুদীর্ঘ শব্দে— রাজা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তোমরা বাজাও ভেরী, বাজাও তূরী, রাজাধিরাজ প্রভুর নামে কর জয়ধ্বনি। আনন্দে গর্জন কর হে মহাসমুদ্র, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তূরী ও ভেরিবাদ্য সহকারে রাজা সদাপ্রভুর সম্মুখে জয়ধ্বনি কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 ভেঁপু ও বাঁশি বাজাও এবং আমাদের রাজা প্রভুর উদ্দেশ্যে আনন্দ ধ্বনি দাও! অধ্যায় দেখুন |