গীত 92:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 যারা সদাপ্রভুুর বাগানে রোপিত, তারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে বৃদ্ধি পাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 যারা মাবুদের গৃহে রোপিত, তারা আমাদের আল্লাহ্র প্রাঙ্গণে উৎফুল্ল হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 যাদের সদাপ্রভুর গৃহে লাগানো হয়েছে, তারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে সমৃদ্ধ হয়ে উঠবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 প্রভুর নিকেতনে রোপিত বৃক্ষের মত তারা, ঈশ্বরের প্রাঙ্গনে তারা করবে সমৃদ্ধিলাভ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 যাহারা সদাপ্রভুর বাটীতে রোপিত, তাহারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে উৎফুল্ল হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 ধার্ম্মিক লোকরা ঈশ্বরের মন্দিরে অঙ্গনের কুসুমিত তাল গাছের মত। অধ্যায় দেখুন |