গীত 91:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 তুমি ভয় পাবে না রাতের আতঙ্কের থেকে অথবা দিনের রবেলায় উড়ে আসা তীরের থেকে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তুমি ভয় পাবে না— রাতের ত্রাস থেকে, দিনে উড্ডীয়মান তীর থেকে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না, অথবা দিনে উড়ন্ত তির থেকে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তুমি ভীত হবে না রাত্রির বিভীষিকায়, কিম্বা দিবালোকে নিক্ষিপ্ত তীরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তুমি ভীত হইবে না—রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান শর হইতে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 রাতে তোমার ভয় পাওয়ার মতো কিছু থাকবে না। দিনের বেলাতেও শত্রুর তীরকে তুমি ভয় পাবে না। অধ্যায় দেখুন |