গীত 91:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তুমি সাপ ও সিংহকে ওপরে পা দেবে, তুমি যুবসিংহ ও নাগকে মাড়াবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তুমি সিংহ ও সাপের উপর পা দেবে, তুমি যুবসিংহ ও নাগকে পদতলে দলবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তুমি সিংহ ও কালসাপের উপর পা দিয়ে চলবে; তুমি হিংস্র সিংহ আর সাপকে পদদলিত করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 সিংহ ও বিষধর সর্পের উপর দিয়ে তুমি গমন করবে, তরুণ কেশরী ও ভুজঙ্গকে তুমি পদতলে করবে দলিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে, তুমি যুবসিংহ ও নাগকে পদতলে দলিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 বিষধর সাপ, এমন কি সিংহের মধ্যে দিয়েও তুমি হেঁটে যেতে পারবে। অধ্যায় দেখুন |