গীত 89:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 কারণ আকাশে সদাপ্রভুুর সঙ্গে কার তুলনা করা যেতে পারে? দেবতাদের পুত্রদের মধ্যেই বা কে সদাপ্রভুুর সমান? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 কেননা আসমানে মাবুদের সঙ্গে কে তুলনীয় হতে পারে? বীর-পুত্রদের মধ্যেই বা কে মাবুদের মত? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 কারণ, হে সদাপ্রভু, আকাশের কার সঙ্গে তোমার তুলনা হয়? স্বর্গীয় সব সত্তার মধ্যে কে সদাপ্রভুর তুল্য? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 হে প্রভু পরমেশ্বর, ঊর্ধ্বলোকে দিব্যলোকবাসীদের মাঝে কে আছে তোমার তুল্য? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 কেননা আকাশে সদাপ্রভুর সহিত কে উপমা ধরিতে পারে? বীর-পুত্রদের মধ্যেই বা কে সদাপ্রভুর তুল্য? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 স্বর্গে প্রভুর সমকক্ষ কেউ নেই। অন্য কোন “দেবতার” সঙ্গে প্রভুকে তুলনা করা চলে না। অধ্যায় দেখুন |