গীত 89:36 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী36 তার বংশ চিরকাল থাকবে এবং তার সিংহাসন আমার সামনে সূর্য্যের মত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 তার বংশ চিরকাল থাকবে, তার সিংহাসন আমার সাক্ষাতে সূর্যের মত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 যে তার বংশ চিরস্থায়ী হবে এবং তার সিংহাসন আমার সামনে সূর্যের মতো স্থির রইবে অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 তার বংশ হবে চিরস্থায়ী, সূর্যের মত স্থিতিশীল করব তার সিংহাসন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 তাহার বংশ চিরকাল থাকিবে, তাহার সিংহাসন আমার সাক্ষাতে সূর্য্যের ন্যায় হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 দায়ূদের পরিবার চিরদিনের জন্য অব্যাহত থাকবে। যতকাল সূর্য থাকবে ততকাল ওর রাজ্য বজায় থাকবে। অধ্যায় দেখুন |