গীত 83:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 এদের প্রতি সেরকম কর, যেরকম মিদিয়নের প্রতি করেছিলে, কীশন নদীতে যেমন সীষরার ও যাবীনের প্রতি করেছিলে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 এদের প্রতি তদ্রূপ কর, যেরূপ মাদিয়ানের প্রতি করেছিলে, কীশোন নদীতে যেরূপ সীষরার ও যাবীনের প্রতি করেছিলে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তাদের বিরুদ্ধে সেইরূপ করো যেমন মিদিয়নদের প্রতি করেছিলে, কীশোন নদীতে যেমন সীষরা আর যাবীনের প্রতি করেছিলে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 মিদিয়নের প্রতি তুমি যা করেছিলে, হে ঈশ্বর, কিশোন নদীতীরে সিসেরা ও যাবীনের প্রতি যেমন করেছিলে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 ইহাদের প্রতি তদ্রূপ কর, যেরূপ মিদিয়নের প্রতি করিয়াছিলে, কীশোন নদীতে যেরূপ সীষরার ও যাবীনের প্রতি করিয়াছিলে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 ঈশ্বর কীশোন নদীর কাছে, যেমন করে আপনি মিদিয়নদের পরাজিত করেছিলেন, যেমন করে আপনি সীষরা ও যাবীনকে পরাজিত করেছিলেন তেমন করে আপনি ওই শত্রুদের পরাজিত করুন। অধ্যায় দেখুন |