গীত 83:2 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 কারণ দেখ, তোমার শত্রুরা গর্জন করছে, তোমার ঘৃণাকারীরা মাথা তুলেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 কেননা, দেখ, তোমার দুশমনেরা গর্জন করছে, তোমার বিদ্বেষীরা মাথা তুলেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 দেখো, আমার শত্রুরা কেমন গর্জন করে, দেখো, আমার বিপক্ষরা কেমন তাদের মাথা তোলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 চেয়ে দেখ, তোমার শত্রুরা করছে আস্ফালন, মাথা তুলে দাঁড়িয়েছে তোমার বিদ্বেষীরা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 কেননা, দেখ, তোমার শত্রুগণ গর্জ্জন করিতেছে, তোমার বিদ্বেষিগণ মস্তক তুলিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 ঈশ্বর, শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং খুব শীঘ্রই ওরা আক্রমণ করবে। অধ্যায় দেখুন |