গীত 83:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 হে আমার ঈশ্বর, তুমি ওদেরকে ঘূর্ণায়মান ধূলোর মত কর, বায়ুর সামনে অবস্থিত খড়ের মত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 হে আমার আল্লাহ্, তুমি এদেরকে ঘূর্ণায়মান ধূলিকণার মত কর, বায়ুর সম্মুখস্থ শুকনো ঘাসের মত কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 হে ঈশ্বর, তাদের ঘূর্ণীয়মান ধুলোর মতো, বাতাসের সামনে তুষের মতো করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 হে আমার ঈশ্বর তুমি এদের ঘূর্ণি বায়ুতাড়িত ধূলির মত কর, কর এদের ঝড়ের মুখে তুষের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 হে আমার ঈশ্বর, তুমি ইহাদিগকে ঘূর্ণায়মান ধূলির ন্যায় কর, বায়ুর সম্মুখস্থ নাড়ার ন্যায় কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 হে ঈশ্বর, খড় কুটো যেমন বাতাসে উড়ে যায়, তেমনি ভাবে আপনি ওদের উড়িয়ে দিন। ঝোড়ো হাওয়ায় খড় যেমন ছড়িয়ে যায় তেমনি ভাবে ওদের ইতঃস্তত ছড়িয়ে দিন। অধ্যায় দেখুন |