গীত 80:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 তার ছায়ায় পর্বত ঢেকে যায়, তার শাখাগুলি ঈশ্বরের এরস গাছের মত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তার ছায়ায় পর্বতমালা ঢাকা পড়ে গেল, তার সমস্ত শাখা শক্তিশালী এরস গাছগুলোকে ঢেকে ফেললো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তার ছায়ায় পর্বতসকল, তার ডালপালায় সর্বোচ্চ দেবদারুবন ঢাকা পড়ল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 গিরিশ্রেণী ঢাকা পড়ল তার ছায়ায়, তার শাখাগুলি হল প্রকাণ্ড সীডার বৃক্ষের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তাহার ছায়ার পর্ব্বতগণ ঢাকা পড়িয়া গেল, তাহার শাখা সকল ঈশ্বরের এরস বৃক্ষ চয়ের তুল্য হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 এটি পর্বতকে ঢেকে দিয়েছে। এর পাতাগুলি বৃহৎ এরস গাছকেও ছায়া দিয়েছে। অধ্যায় দেখুন |