গীত 77:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তুমি আমার চোখ খোলা রেখেছ; আমি এতই চিন্তিত যে, কথা বলতে পারি না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তুমি আমার চোখের পাতা খোলা রাখছ; আমি এত উদ্বিগ্ন যে, কথা বলতে পারি না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তুমি আমার চোখ বন্ধ হতে দিলে না; আমি এত বেদনায় ছিলাম যে প্রার্থনা করতে পারলাম না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তুমি হরণ করেছ আমার নিদ্রা, উদ্বেগে রুদ্ধ হয়েছে কণ্ঠ আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তুমি আমার চক্ষুর পাতা খোলা রাখিতেছ; আমি এত উদ্বিগ্ন যে, কথা কহিতে পারি না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আপনি আমাকে ঘুমাতে দেন নি। আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আমি এত বিচলিত ছিলাম যে কথা বলতে পারছিলাম না। অধ্যায় দেখুন |