গীত 77:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 সমস্ত মেঘ জলের ধারা বর্ষণ করল, আকাশমণ্ডল গর্জন করল, তোমার সমস্ত তিরগুলি বিক্ষিপ্ত হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 মেঘমালা পানির ধারা বর্ষণ করলো, আসমান গর্জন করলো, তোমার তীরগুলো চারদিকে চমকাতে লাগল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 মেঘ বৃষ্টি নিয়ে এল, আকাশমণ্ডল বজ্রধ্বনি প্রতিধ্বনিত করল; তোমার বিদ্যুতের তির এদিক-ওদিক চমকে উঠল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 মেঘপু্ঞ্জ বর্ষণ করল বারিধারা, আকাশ হল বজ্রনাদে মুখর, ঝলসে উঠল তোমার অগ্নিবাণ চতুর্দিকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 জলধর সকল জলধারা বর্ষণ করিল, মেঘমালা গর্জ্জন করিল, তোমার বাণ সকলও বিক্ষিপ্ত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ঘন মেঘে জল সিঞ্চন করেছিলো। লোকে উঁচু মেঘে দারুণ বজ্র নির্ঘোষ শুনেছিলো। তারপর আপনার বিদ্যুতের তীর সারা মেঘে ঝলক দিয়ে উঠেছিলো। অধ্যায় দেখুন |