গীত 77:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 আমি বললাম, “এ আমার দুঃখ, যখন সর্ব শক্তিমান তাঁর ডান হাতকে আমাদের দিকে প্রসারিত করেছিলেন, সেই বছরগুলি স্মরণ করি।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 পরে আমি বললাম, এটাই আমার দুঃখ যে, সর্বশক্তিমানের ডান হাতখানা বদলে গেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তখন আমি ভাবলাম, “এই আমার পরিণতি; পরাৎপরের হাত আমার বিরুদ্ধে গিয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 আমি বলি: বড় দুঃখ আমার পরাৎপরের বাহুবল কি খর্ব হয়েছে আজ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল [স্মরণ করিব]। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তারপর আমি ভাবলাম, “যে বিষয়টা আমায় সব থেকে বেশী বিব্রত করলো তা হল: পরাৎপর কি তাঁর ক্ষমতা হারিয়েছেন?” অধ্যায় দেখুন |