গীত 73:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 আমার দেহ ও আমার হৃদয় ক্ষয় হচ্ছে, কিন্তু ঈশ্বর চিরকালের জন্য আমার হৃদয়ের শক্তি ও আমার অধিকার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 আমার মাংস ও আমার অন্তর ক্ষয় পাচ্ছে, তবুও আল্লাহ্ চিরকাল আমার অন্তরের শৈল ও আমার উত্তরাধিকার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 আমার মাংস আর আমার অন্তর ব্যর্থ হতে পারে, কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি আর আমার চিরকালের উত্তরাধিকার। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 দুর্বল হয়ে পড়েছে আমার দেহমন, তবু ঈশ্বরই আমার শক্তির আধার, সর্বস্ব আমার, চিরদিন! চিরকাল! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 আমার মাংস ও আমার চিত্ত ক্ষয় পাইতেছে, তথাপি ঈশ্বর চিরকাল আমার চিত্তের শৈল ও আমার দায়াংশ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 আমার এই দেহ মন একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার শিলা, যাঁকে আমি ভালোবাসি তিনি থাকবেন। চিরকালের জন্য আমার কাছে ঈশ্বর আছেন! অধ্যায় দেখুন |