গীত 73:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 নিশ্চয় আমি বৃথাই আমার হৃদয় পরিষ্কার করেছি এবং নিষ্কলঙ্কতায় আমার হাত ধুয়েছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 নিশ্চয় আমি বৃথাই অন্তর পরিষ্কার করেছি, আমার হাত মিথ্যাই নির্দোষ রেখেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 বৃথাই আমি আমার হৃদয় বিশুদ্ধ রেখেছি আর সরলতায় আমার হাত পরিষ্কার করেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 বৃথাই কি আমি চিত্ত শুদ্ধ করেছি হে ঈশ্বর, নিষ্কলঙ্ক রেখেছি আমার হাত? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 নিশ্চয় আমি বৃথাই চিত্ত পরিষ্কার করিয়াছি, নির্দ্দোষতায় হস্ত প্রক্ষালন করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তাই আমার আত্মাকে কেন শুদ্ধ হতে হবে? আমি কেন আমার হাত নির্দোষ রাখব? অধ্যায় দেখুন |