গীত 71:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তুমি আমার আশ্রয়ে শৈল হবে, যেখানে আমি সবদিন যেতে পারি; তুমি আমার রক্ষা করতে আজ্ঞা করেছ; কারণ তুমিই আমার শৈল এবং আমার দূর্গ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তুমি আমার আশ্রয়স্থানের শৈল হও, শক্তিশালী দুর্গ হও, আমাকে নিস্তার করার জন্য; কেননা তুমিই আমার শৈল ও আমার আশ্রয়-দুর্গ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তুমি আমার আশ্রয় শৈল হও, যেখানে আমি সর্বদা যেতে পারি; আমাকে রক্ষা করার জন্য আদেশ দাও, কারণ তুমি আমার শৈল ও আমার উচ্চদুর্গ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তুমি হও আমার শৈলস্বরূপ যেখানে সতত আমি নিতে পারি আশ্রয়, পেতে পারি তোমারই নির্দেশিত পরিত্রাণ, হে প্রভু, তুমিই আমার আশ্রয় শৈল, তুমিই দুর্গ আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তুমি আমার বসতির শৈল হও, যেখানে আমি নিত্য যাইতে পারি; তুমি আমার পরিত্রাণ করিতে আজ্ঞা করিয়াছ; কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 আপনি আমার দুর্গ হোন, সেই গৃহ হোন যেখানে আমি নিরাপত্তার জন্য ছুটে যেতে পারি। আপনিই আমার শিলা এবং আমার নিরাপদ আশ্রয়স্থল। তাই আমাকে রক্ষার আজ্ঞা দিন। অধ্যায় দেখুন |