গীত 69:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 যারা অকারণে আমার ঘৃণা করে, তারা আমার মাথায় চুল অপেক্ষায় অনেক আমার মিথ্যাবাদী শত্রুরা বলবান; আমি যা চুরি করিনি, তা আমাকে ফিরিয়ে দিতে হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 যারা অকারণে আমার বিদ্বেষী, তারা আমার মাথার চুলের চেয়েও বেশি; আমার ধ্বংসকারী মিথ্যাবাদী দুশমনেরা বলবান; আমি যা অপহরণ করি নি, তাও আমাকে ফিরিয়ে দিতে হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যারা আমাকে অকারণে ঘৃণা করে আমার মাথার চুলের থেকেও তারা সংখ্যায় বেশি; অকারণে অনেকে আমার শত্রু হয়েছে, যারা আমাকে ধ্বংস করতে চায়। যা আমি চুরি করিনি তা ফিরিয়ে দিতে আমাকে বাধ্য করা হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 অকারণে যারা বিদ্বেষ করে আমায়, তাদের সংখ্যা আমার কেশরাশির চেয়েও বেশী, যারা আমাকে ধ্বংস করতে চায় মিথ্যা অপবাদ দেয় আমার নামে, আমার চেয়েও শক্তিমান তারা। আমি যা করিনি অপহরণ তা-ও ফিরিয়ে দিতে হয়েছে আমায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 যাহারা অকারণে আমার বিদ্বেষী, তাহারা আমার মস্তকের কেশ অপেক্ষাও অনেক আমার উচ্ছেদার্থী মিথ্যাবাদী শত্রুগণ বলবান; আমি যাহা অপহরণ করি নাই, তাহাও আমাকে ফিরাইয়া দিতে হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমার মাথায় যত চুল আছে, আমার শত্রুর সংখ্যা তার থেকেও বেশী। কোন কারণ ছাড়াই তারা আমায় ঘৃণা করে। আমাকে বিনাশ করার জন্য ওরা খুব কঠিন চেষ্টা করে। শত্রুরা আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে। ওরা বলছে যে আমি নাকি চুরি করেছি। এরপর যে জিনিস আমি চুরি করি নি, ওরা আমায় তার দাম দিতে বাধ্য করেছে। অধ্যায় দেখুন |