গীত 69:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 আবার লোকে আমার খাওয়ার জন্য বিষ দিল, আমার পিপাসার দিন অম্লরস পান করাল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল, আমার পিপাসাকালে অম্লরস পান করাল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তারা আমার খাবারে পিত্তরস মিশিয়েছে আর আমার তৃষ্ণা মেটাতে অম্লরস দিয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 ক্ষুধার অন্নরূপে ওরা গরল দিল আমায়, সির্কা দিল তৃষ্ণা নিবারণে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল, আমার পিপাসাকালে অম্লরস পান করাইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ওরা আমায়, আহার নয়, বিষ দিয়েছে। যখন আমি তৃষ্ণার্ত ছিলাম দ্রাক্ষারসের বদলে ওরা আমায় অম্লরস দিয়েছিল। অধ্যায় দেখুন |