গীত 56:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 তুমি আমার ভ্রমণের সংখ্যা এবং আমার চোখের জল তোমার বোতলে রাখ; তাকি তোমার বইয়ে লেখা নেই? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তুমি আমার অস্থিরতা গণনা করছো; আমার নেত্রজল তোমার বোতলে রাখ; তা কি তোমার কিতাবে লেখা নেই? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 আমার বিলাপ লিপিবদ্ধ করে; তোমার নথিতে আমার চোখের জলের হিসেব রাখো— তা কি তোমার লিপিতে লেখা নেই? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তুমি তো জান আমার বেদনাবিদ্ধ হৃদয়ের ব্যাকুলতা, সেই বেদনার অশ্রু সঞ্চয় করেছ তুমি পাত্রে তোমার, লেখা কি হয়নি সেকথা তোমার গ্রন্থে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ; আমার নেত্রজল তোমার কুপাতে রাখ; তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 আপনি জানেন যে আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। আমি যে কত কেঁদেছি তাও আপনি জানেন। আপনি নিশ্চয় আমার চোখের জলের হিসেব রেখেছেন। অধ্যায় দেখুন |